এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আজ


ই-বার্তা প্রকাশিত: ২৩শে জুলাই ২০১৭, রবিবার  | সকাল ১০:০৬ অন্যান্য

ই-বার্তা ডেস্ক।। সারাদেশে একযোগে প্রকাশিত হতে যাচ্ছে এইসএসসি ও সমমানের পরীক্ষার ফল। আজ সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি তুলে দেবেন। দুপুরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন।

২০১৭ সালে আটটি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বরাবরের মতো এবারেও পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করছে শিক্ষা মন্ত্রণালয়। সেই হিসেবে ২৪ জুলাই এইচএসসি পরীক্ষার ৬০ দিন পূর্ণ হবে।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ