বাস যাত্রীদের উপর পাহাড় ধস নিহত ১ নিখোঁজ ৫
ই-বার্তা
প্রকাশিত: ২৩শে জুলাই ২০১৭, রবিবার
| বিকাল ০৫:৫৩
চট্টগ্রাম
ই-বার্তা ।। টানা বর্ষণে বান্দরবানের রুমা সড়কের দলিয়ানপাড়া এলাকায় পাহাড় ধসে ১ জন নিহত ও আরও ৫ জন নিখোঁজ রয়েছে। রোববার বেলা ১১টায় এ ঘটনা ঘটে।
সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার নাজমুল হুদা জানান, নিখোঁজদের মধ্যে সহকারী শিক্ষিকা চিং মারমার (৪২) লাশ উদ্ধার করা হয়েছে।
পাহাড় ধসে পাঁচজন নিখোঁজ রয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া পাঁচ বাসযাত্রী নিখোঁজ রয়েছেন।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শরিফুল হক জানান, বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার কাজ চলছে। তবে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
ইউএনও শরিফুল হক বলেন, বান্দরবান থেকে যাত্রীবাহী একটি বাস রুমা যাওয়ার পথে বেলা ১১টার দিকে দলিয়ানপাড়া এলাকায় পৌঁছলে পাহাড় ধসে পড়ে সড়ক বন্ধ হয়ে যায়।
“যাত্রীরা বাস থেকে নেমে পাহাড় ধসের জায়গাটি হেঁটে পার হচ্ছিলেন। প্রথমে ৪/৫ জন যাত্রী পার হয় যান। কিন্তু পরে আরও নয়জন যাত্রী পার হওয়ার সময় তাদের উপর পাহাড় ধসে পড়ে।”
ওই বাসে ১২ জন যাত্রী ছিলেন জানিয়ে ইউএনও বলেন, সেনাবাহিনীর ১৯ ইসিবির একটি দল অভিযান চালিয়ে চার জনকে জীবিত উদ্ধার করেছে। উদ্ধার অভিযান চলছে।
পরবর্তী খবর কক্সবাজারে পাহাড় ধসে শিশু সহ ৪ জনের মৃত্যু