ইউল্যাবে দিনব্যাপী ড্যান্স ওয়ার্কশপ
ই-বার্তা
প্রকাশিত: ২৪শে জুলাই ২০১৭, সোমবার
| দুপুর ১২:১০
বিশ্ববিদ্যালয়
ই-বার্তা ।। ইউল্যাব প্রতিনিধি।। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে হয়ে গেল নাচের কর্মশালা বা ড্যান্স ওয়ার্কশপ। গত ২২ জুলাই দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে ইউল্যাব সংস্কৃতি সংসদ ক্লাব।
কর্মশালায় ইউল্যাবের ৪৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর উদ্বোধন করেন ইউল্যাব সংস্কৃতি সংসদের পরিচালক সিনিয়র লেকচারার জনাম সাজেদুল আলম। দিনব্যাপী শিক্ষার্থীদের নাচের প্রশিক্ষণ দেন এম. ডি.
ফারহান এবং রুবাশা মরিয়ম খান। তারা দুজনেই জাগো আর্ট সেন্টারে নাচের প্রশিক্ষক হিসেবে নিয়োজিত আছেন।
শিক্ষার্থীদের ক্লাসিকাল, হিপ-হপ এবং সাধারণ নৃত্যের উপর প্রাথমিক ধারণা দেয়া হয় এই কর্মশালায়। সংস্কৃতি সংসদের প্রেসিডেন্ট আহমেদ নাসিফ নিয়াজ বলেন, সবাই এই একদিনের কর্মশালা খুব উপভোগ করেছে। অনেক কিছু শিখতে পেরেছে। তারা চায় আমরা যেন আবারো এই আয়োজন করি।