জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে : ফখরুল


ই-বার্তা প্রকাশিত: ২৬শে জুলাই ২০১৭, বুধবার  | বিকাল ০৪:২৩ রাজনীতি

ই-বার্তা ।। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। নিরপেক্ষ নির্বাচন আদায়ে সরকারকে বাধ্য করতে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বুধবার বরিশালে জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের বিরুদ্ধে দমন নীতির অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমানে সবচেয়ে বেশি দমন নীতি চলছে। সামনে নির্বাচন আসছে। তাই এই দমন নীতি। কিন্তু জনগণ বলছে যে ২০১৪’র মতো আর কোনো নির্বাচন তারা হতে দেবে না।

তিনি বলেন, দেশের কোনো রাজনৈতিক দল একদলীয় নির্বাচন করার ক্ষেত্রে একমত নয়। প্রতিটি রাজনৈতিক দল নিরপেক্ষ নির্বাচন চায়। আপনি (আওয়ামী লীগ) একদলীয় নির্বাচন করবেন? র্যা ব পুলিশ দিয়ে ভোট দখল করে নির্বাচন করবেন? তা আর এই দেশের জনগণ মানবে না।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সহ সভাপতি বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব বরিশাল মহানগর বিএনপির সভাপতি এ্যাড মজিবর রহমান সরোয়ার এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ