ইডেন কলেজ, শান্তিনগর, পল্টন কোন নদীর তীরে অবস্থিত : রিজভি


ই-বার্তা প্রকাশিত: ২৮শে জুলাই ২০১৭, শুক্রবার  | দুপুর ০১:৩৯ রাজনীতি

মানুষ প্রশ্ন করছেন-ইডেন কলেজ, শান্তিনগর, পল্টন, বিজয় নগর, মালিবাগ এই এলাকাগুলো কোন নদীর তীরে অবস্থিত। টানা বৃষ্টিতে রাজধানী ঢাকায় সৃষ্ট জলজট নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।

এ কথাগুলো রসিকতা হলেও প্রধানমন্ত্রীর উন্নয়নের প্রতি মানুষের ধারণা এভাবেই ফুটে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী বলেন, জনগণ ভোটারবিহীন সরকারের উন্নয়নের গালভরা বুলির বহি:প্রকাশই এখন চারিদিকে দেখতে পাচ্ছে।


তিনি বলেন, সারা দেশের রাস্তাঘাটের এখন বেহাল দশা। সড়ক মহাসড়ক-অলিগলি এখন লণ্ডভণ্ড। এক ঘণ্টার বৃষ্টিতেই রাস্তাঘাটের হদিস পাওয়া যায় না। যানবাহনগুলো এখন রাস্তার ওপর দিয়ে চলে না, নৌযানের মতো পানিতে ভাসে।

উন্নয়ন শুধু আওয়ামী নেতাদের কণ্ঠে, বাস্তবে নেই এমন মন্তব্য করে তিনি বলেন, বর্তমানে দেশে কর্মসংস্থান নেই, বেকার সমস্যাও তীব্র আকার ধারণ করেছে। বিনিয়োগ পরিবেশ না থাকায় একের পর এক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ