বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা বাধ্যতামূল্যক
ই-বার্তা
প্রকাশিত: ১লা আগস্ট ২০১৭, মঙ্গলবার
| দুপুর ০২:১০
বিশ্ববিদ্যালয়
ই-বার্তা ।। কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় আর ভর্তি পরীক্ষা ছাড়া শিক্ষার্থী ভর্তি করতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
এছাড়া আগামী বছর থেকে শিক্ষাবর্ষ শেষ করতে হবে তিন সেমিষ্টারের পরিবর্তে দুই সেমিস্টারে। তবে এ সিদ্ধান্ত এখনো মেনে নেয়নি বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।
দেশে ৯৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন রয়েছে। এর মধ্যে কার্যক্রম চালাচ্ছে ৮৯টি। এসব বিশ্ববিদ্যালয়ে আসন আছে প্রায় আড়াই লাখ।
নভেম্বরে অনার্সে ভর্তি কার্যক্রম শুরু করবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। তবে বেশিরভাগই শিক্ষার্থী নেয় পরীক্ষা ছাড়া। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, এ বছর থেকে পরীক্ষা ছাড়া শিক্ষার্থী নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে চলতি মাসে চিঠিও দেয়া হয়েছে।
১৪টি বিশ্ববিদ্যালয় দুই সেমিস্টারে শিক্ষাবর্ষ শেষ করলেও বাকিরা করছে তিন সেমিস্টারে। এটিও পরিবর্তনের নির্দেশ দিয়েছে কমিশন।
তবে, দুটি সিদ্ধান্তের ব্যাপারেই আপত্তি রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির।
এবার ভর্তি অনিয়ম ঠেকাতে পর্যবেক্ষণ কমিটিও করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
আগের খবর ইউল্যাবে মোস্তফা সরয়ার ফারুকী
পরবর্তী খবর এমবিবিএস কোর্সের ভর্তি পরিক্ষার তারিখ ঘোষনা