ভালো আছে তোফা ও তহুরা


ই-বার্তা প্রকাশিত: ২রা আগস্ট ২০১৭, বুধবার  | দুপুর ০২:২০ বিশেষ প্রতিবেদন

ই-বার্তা ।। জন্মের পর থেকে ১০ মাস তোফা ও তহুরা একসঙ্গে বড় হয়েছে। পিঠের কাছ থেকে কোমরের নিচ পর্যন্ত তারা পরস্পরের সঙ্গে সংযুক্ত ছিল। তোফা-তহুরার মায়ের নাম শাহিদা ও বাবার নাম রাজু মিয়া। তাঁদের বাড়ি গাইবান্ধায়।

গতকাল অস্ত্রোপচারের পর তোফা ও তহুরা ভালো আছে। তাদের স্বাভাবিক জীবন যাপনের বিষয়ে আশা প্রকাশ করেছেন চিকিৎসকরা। দুপুরে ঢাকা মেডিকেলে সংবাদ সম্মেলনে আলাদা করা শিশু তোফা ও তহুরার সম্পর্কে বিস্তারিত জানান অস্ত্রোপচারে থাকা বিভিন্ন বিভাগের সার্জনরা।

ঢামেক হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক শাহনুর ইসলাম জানান, ভবিষ্যতে আরো ২ থেকে ৩টি অপারেশন করা হবে। এজন্য আরও ছয় মাস অপেক্ষা করতে হবে। অপারেশনের পর আজ সকালে শিশু তোফা ও তহুরাকে অল্প করে স্বাভাবিক খাবার দেওয়া হয়েছে। পাশাপাশি স্যালাইনও চলছে। সংক্রমণের ঝুঁকি কমাতে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তোফা-তহুরার অস্ত্রোপচার শুরু হয়। শিশু দুটোর অস্ত্রোপচারে বিভিন্ন বিভাগের ১৬ জন সার্জন যুক্ত ছিলেন।

সর্বশেষ সংবাদ

বিশেষ প্রতিবেদন এর আরও সংবাদ