সোহরাওয়ার্দীতে মুসল্লীর ভীড়
ই-বার্তা
প্রকাশিত: ৬ই এপ্রিল ২০১৭, বৃহঃস্পতিবার
| বিকাল ০৩:১৫
অন্যান্য
ই-বার্তা প্রতিবেদক।। আজ বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই মুসল্লীদের ঢল নেমেছে সোহরাওয়ার্দীর দিকে।তাঁদের সবার কাছে এসবি নিরাপত্তা কার্ড দেখা গেছে। যাতে নাম ও পদবি সহ কে কোথা থেকে আসছেন তা লেখা রয়েছে। নিরাপত্তা কার্ড ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। নির্ধারিত স্থানে বাস ও অন্যান্য যানবাহন রেখে মুসল্লীরা দূর থেকে হেঁটে হেঁটে তাঁদের কাঙ্ক্ষিত স্থানের দিকে যাচ্ছেন।
ওলামা সম্মেলনে যোগ দিতে গতকাল বুধবার ঢাকায় পৌঁছান পবিত্র মক্কা ও মদিনার সিনিয়র দুই ইমামসহ ছয় সদস্যের প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী আজ এই অনুষ্ঠানের উদ্বোধন যাচ্ছেন।
এদিকে সম্মেলনের নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করতে রাজধানীর ২৫টি সড়কে ডাইভারশন এবং সোহরাওয়ার্দী উদ্যানের পাশের দুই রাস্তা বন্ধের কারণে তীব্র যানজট এর মুখে পড়েছেন রাজধানীবাসী। তবুও আইন শৃঙ্খলা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছেন তাঁরা।