জেলা প্রশাসন কার্যালয়ের নৈশ প্রহরীকে নির্যাতন


ই-বার্তা প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০১৭, শুক্রবার  | রাত ১১:৪৫ চট্টগ্রাম

ই-বার্তা।। খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ের এক নৈশ প্রহরীর ওপর অমানবিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমার বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলা পরিষদ এলাকার বাসায় ঢুকে চঞ্চুমনি চাকমা, পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরাসহ ৪-৫ জন মিলে নৈশ প্রহরী ধন বিকাশ ত্রিপুরার ওপর নির্যাতন করেন।

চেয়ারম্যানের আক্রোশ থেকে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও এ ঘটনায় এখনো পর্যন্ত কোন অভিযোগ আসেনি বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান।

শুক্রবার বিকালে ধন বিকাশ ত্রিপুরা সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরাসহ ৪-৫ জন বাসায় ঢুকে আমাকে মারধর করে। চঞ্চুমনি প্রথমে আমার ঘাড় ধরে ধাক্কা দিয়ে ফেলে কাঠের টুকরো নিয়ে এলোপাথাড়ি মারধর শুরু করেন। তপনসহ অন্যরাও আমার ওপর কাঠ ও হাত পা দিয়ে প্রহার করেন। মারধর করতে করতে আমাকে উপজেলা মাঠে নিয়ে আসলে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

সদর হাসপাতালের চিকিৎসক মীর মোশারফ হোসেন জানান, ধন বিকাশ ত্রিপুরার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। শক্ত কোন বস্তু দিয়ে তার ওপর আঘাত করায় শরীরের বিভিন্ন স্থান থেতলে গেছে। সে হাসপাতালে ভর্তি রয়েছে।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা মুঠোফোনে জানান, সে অন্যায় করায় তাকে মারধর করেছি। কী কারণে মেরেছি, সেটি তাকে গিয়ে জিজ্ঞাসা করতে বলেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় কেউ কোন অভিযোগ করলে পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।

জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম জানান, নৈশপ্রহরী ধন বিকাশ ত্রিপুরাকে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা মারধর করেছে বলে শুনেছি। সে সুস্থ হওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম এর আরও সংবাদ