এক নজরে দেখে নিন শনিবারের খেলাধুলা সব খবর
ই-বার্তা
প্রকাশিত: ৫ই আগস্ট ২০১৭, শনিবার
| সকাল ১০:১১
অন্যান্য
শুক্রবারের খেলার ফলাফল
ক্রিকেট
শ্রীলঙ্কা-ভারত,২য় টেস্ট, ২য় দিন:
প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও চলেচে ভারতের ব্যাটিং শো। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টর প্রথম দিনের ৩৪৪ রান সাথে দ্বিতীয় দিনে ২৭৪ রান যোগ অশ্বিন , জাদেজারা। ৯ উইকেটে ৬২২ রানের পাহাড় করে ইনিংস ঘোষণা করেছে বিরাট কোহলি। জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে ২ উইকেট হারিয়ে ৫০ রান করেছে স্বাগতিক শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত ১ম ইনিংস : ৬২২/৯ ইনিংস ঘোষণা
শ্রীলঙ্কা ১ম ইনিংস ব্যাটিং : ৫০/২
ফ্রেঞ্চ লিগ ওয়ান
তুলুজ এফসির বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচেই জয় পেয়েছে এএস মোনাকো। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দারুণ ভাবে খেলায় ফিরে আসে মোনাকো। ৩-২ গোলের দাপুটেই জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
এএস মোনাকো ৩-২ তুলুজ এফসি।
শনিবারের খেলা
ক্রিকেট
শ্রীলঙ্কা-ভারত, ২য় টেস্ট, ৩য় দিন
খেলাটি সকাল সাড়ে ১০ টায় সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স এবং টেন ৩।
ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ৪র্থ টেস্ট, ২য় দিন:
খেলাটি বিকাল ৪ টায় সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১ এবং স্টার স্পোর্টস সিলেক্ট ১ এইচডি।
জার্মান সুপার কাপ
বায়ার্ন মিউনিখ-বরুসিয়া ডর্টমুণ্ড:
খেলাটি রাত সাড়ে ১২ টায় সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১ এবং স্টার স্পোর্টস সিলেক্ট ১ এইচডি।
প্রীতি ক্লাব ফুটবল
টটেনহ্যাম-জুভেন্টাস
খেলাটি রাত সাড়ে ১০ টায় সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২।
আগের খবর এক নজরে ১৮ জুলাইয়ের খেলার সব খবর
পরবর্তী খবর এক নজরে আজকের খেলাধুলার সময় সূচি