র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ইমরান ডাকাত নিহত
ই-বার্তা
প্রকাশিত: ৫ই আগস্ট ২০১৭, শনিবার
| বিকাল ০৪:৩৭
রাজধানী
ই-বার্তা ।। রাজধানীর কদমতলীতে ওয়াসা প্রজেক্ট এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে বিল্লাল ডাকাতের ভাই ইমরান ডাকাত (৩৫) নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব-১০ এর অপারেশন অফিসার এএসপি সোহরাব হোসেন যুগান্তরকে বলেন, কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় ৫ রাউন্ড গুলিসহ একটি পিস্তল, ইয়াবা ট্যাবলেট, নগদ ৬৯ হাজার ৮৬৬ টাকা ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।
তিনি জানান, ওই এলাকা মাদকের চিহ্নিত স্পট। এদের ধরতে র্যাবের একটা টিম সিভিলে মাদক কিনতে যায়। তখন মাদক কারবারিদের সঙ্গে ধস্তাধস্তি হয়। র্যাবের ব্যাকআপ টিমও ছিল। তারা এগিয়ে গেলে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ইমরান নামের ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়। রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন
আগের খবর পাঁচতলা ভবন থেকে পরে কনস্টেবল নিহত