বিশ্বজিৎ হত্যা মামলার হাইকোর্টের রায় আজ


ই-বার্তা প্রকাশিত: ৬ই আগস্ট ২০১৭, রবিবার  | দুপুর ০১:৫৮ অপরাধ

ই-বার্তা ।। আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার হাইকোর্টের রায় আজ। বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

এর আগে গত ১৬ ই মে আলোচিত এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়।২০১২ সালের ৯ ডিসেম্বর পুরনো ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করায় হয় দর্জি দোকানি বিশ্বজিৎ দাসকে। এ মামলায় ২০১০৩ সালের ১৮ ই ডিসেম্বর ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত।একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।দণ্ডপ্রাপ্তদের সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী।

সর্বশেষ সংবাদ

অপরাধ এর আরও সংবাদ