বগুড়ায় ধর্ষনের স্বীকার মেয়ে যাবে সেফ হোমে মা ভিকটিম সাপোর্ট সেন্টারে


ই-বার্তা প্রকাশিত: ৭ই আগস্ট ২০১৭, সোমবার  | বিকাল ০৫:২৪ অপরাধ

ই-বার্তা ।। ধর্ষণের ঘটনার শিকার মেয়েকে রাজশাহী বিভাগীয় সরকারি সেফ হোম ও তার মাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৭ আগস্ট) ২টার দিকে বগুড়ার শিশু আদালতের বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহা. ইমদাদুল হক এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবুল কালাম আজাদ বলেন, আমার আবেদনের প্রেক্ষিতে আদালত মেয়েকে সেফ হোম ও তার মাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানোর নির্দেশ দেন। মা ও মেয়ে দুজনেই সেফ হোম বা ভিকটিম সাপোর্ট সেন্টারে যেতে অস্বীকৃতি জানান। তবে মেয়ের বাবা তাদের নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করলে আদালত এ সিদ্ধান্ত দেন। বগুড়ার জেল সুপার মেয়েকে সেফ হোমে ও মাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠাবেন।

আদালতে শুনানিতে অংশ নেন শিশু আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী মো. আমানুল্লাহ এবং নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী আশিকুর রহমান সুজন।

সর্বশেষ সংবাদ

অপরাধ এর আরও সংবাদ