সরকার বা বিরোধী দল কারও ফাঁদে পড়বো না


ই-বার্তা প্রকাশিত: ১০ই আগস্ট ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০১:৩১ রাজনীতি

ই-বার্তা ।। রায় নিয়ে কোনো রাজনীতি না করার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, এ বিষয় নিয়ে সরকার বা বিরোধী দল কারও ফাঁদে পড়বো না।

বৃহস্পতিবার ষোড়শ সংশোধনীর রায় নিয়ে গণমাধ্যমে প্রকাশিত আইন কমিশনের বক্তব্য আইনজীবীরা তুলে ধরলে প্রধান বিচারপতি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, আমরা আপিল বিভাগের সাতজন বিচারপতি চিন্তাভাবনা করে এ রায় দিয়েছি।

সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরে বলেন, ‘রায় পূর্বধারণাপ্রসূত এবং বাংলাদেশ এখন বিচারকদের প্রজাতন্ত্রে পরিণত হয়েছে—আইন কমিশনের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।’

এ সময় জয়নুল আবেদিন বলেন, সর্বোচ্চ বিচারালয়কে নিয়ে এভাবে বলা আদালত অবমাননাকর।

প্রধান বিচারপতি বলেন, আমরা শুধু আপনাদের বলবো, আপনারা বিচার বিভাগকে রক্ষা করুন। গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাবো। আপনারা সংযত আচরণ করুন। যা সবার জন্যই মঙ্গল।

তিনি আরও বলেন, এ রায় নিয়ে কোনো পক্ষ বিচার বিভাগে রাজনীতি টেনে আনবেন না।

বুধবার বিকালে আইন কমিশনের কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে ষোড়শ সংশোধনীর রায় সম্পর্কে আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, বাংলাদেশ এখন আর জনগণের প্রজাতন্ত্র নয়, বরং এটা বিচারকদের প্রজাতন্ত্রে পরিণত হয়েছে। তিনি মনে করেন, ষোড়শ সংশোধনী নিয়ে দেয়া ওই রায় ছিল পূর্বধারণাপ্রসূত এবং আগে থেকে চিন্তাভাবনার ফসল।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ