জঙ্গিবাদ দমনে বিশ্বশক্তিকে একসাথে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী


ই-বার্তা প্রকাশিত: ৬ই এপ্রিল ২০১৭, বৃহঃস্পতিবার  | রাত ০৯:৩৫ রাজনীতি

ই-বার্তা প্রতিবেদক ।। জঙ্গিবাদ দমনে বিশ্বশক্তিকে একসাথে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বৃহস্পতিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওলামা মাশায়েখ মহাসম্মেলনে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন ‘ইসলামকে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের সাথে যারা তুলনা করে, তাদেরকে অনেক সময় সুযোগ দেয়া হয়। যারা আজকে জঙ্গিবাদের দিকে চলে গেছে তারা যদি ফিরে আসতে চায়, তাহলে সব ধরনের সহায়তা আমরা দেবো। কোনোভাবেই ইসলামকে হেয় হতে দেবো না। যতো ঝুঁকি নেয়ার দরকার নেবো। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বিশ্ব শক্তিকে এক সাথে কাজ করতে হবে।’

দেশে জঙ্গিবিরোধী অভিযানে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর জীবনদানকারী সদস্যদের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা জীবন দিয়েছেন তাদের কথা দেশের মানুষ মনে রাখবে। তারা যেন বেহেশতে নসীব হয় আমরা সে দোয়া করি। আমাদের পবিত্র ধর্মকে কেউ যাতে অপবিত্র করতে না পারে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। জনগণের সেবা করার কাজে মনোনিবেশ করেছি। জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করে যাবো।’

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ