৪র্থ বারের মত আয়োজিত হচ্ছে “ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম উৎসব ২০১৮”


ই-বার্তা প্রকাশিত: ১১ই আগস্ট ২০১৭, শুক্রবার  | বিকাল ০৩:৪২ বিশ্ববিদ্যালয়

ই-বার্তা ।। চতুর্থ বারের মত আয়োজিত হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম উৎসব প্রতিযোগিতা।

সিনেমাস্কোপ ও ইউল্যাব ইউনিভার্সিটির সহযোগিতায় শুধুমাত্র মোবাইলফোনের মাধ্যমে নির্মিত চলচিত্র এই উৎসবে অংশ নিতে পারবে। বৃহস্পতিবার ১০ আগস্ট উৎসবে উপলক্ষে ইউল্যাবের বিভিন্ন শিক্ষানবিস প্রোগ্রাম সিনেমাস্কোপের সাথে অনুষ্ঠানে সহোযগী হিসাবে চুক্তিবদ্ধ হয়।

উৎসবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলচিত্র জমা দেওয়া যাবে। উৎসব ও প্রতিযোগীতা এই দুইটি শাখায় “ঢাকা আন্তর্জাতিক ফিল্ম উৎসব ২০১৮” এর জন্য চলচিত্র নেওয়া হবে।

উৎসব শাখায় যে কেউ অংশ নিতে পারবেন। এবং শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই মূল প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগ্রহী নির্মাতারা goo.gl/kUX9ct এই ঠিকানায় বিস্তারিত জানতে ও চলচিত্র জমা দিতে পারবেন।

সর্বশেষ সংবাদ

বিশ্ববিদ্যালয় এর আরও সংবাদ