১৮ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু ঈদের আগাম টিকেট


ই-বার্তা প্রকাশিত: ১২ই আগস্ট ২০১৭, শনিবার  | বিকাল ০৪:৩৫ রাজধানী

ই-বার্তা ।। আগামী ২ সেপ্টেম্বরকে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। সে হিসেবে ঈদের আগে শেষ কর্মদিবস হচ্ছে ৩১ আগস্ট। কেউ কেউ এ দিন ছুটি নিয়ে এক দিন আগেই অর্থাৎ ৩০ আগস্ট ঢাকা ছেড়ে চলে যাবেন।

হানিফ পরিবহনের জিএম মো. মোশারফ হুসেইন জানান, এবারের ঈদের অগ্রিম টিকিট ১৮ আগস্ট সকাল ছয়টা থেকে বাস কাউন্টারগুলোতে পাওয়া যাবে।

এবার সবচেয়ে বেশি চাপ থাকবে ৩০ ও ৩১ আগস্ট। এ দুই দিন সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছাড়বেন। কেউ কেউ ৩১ আগস্ট অফিস করেই ঢাকা ছাড়বেন। তাই এই দুই দিন সবচেয়ে বেশি চাপ থাকবে।

এদিকে বাস মালিকরা ধারণা করছেন- রাস্তা খারাপ হওয়ার কারণে এবারের ঈদে বাসের টিকিটের চাহিদা কম থাকবে। বিভিন্ন স্থানে বাস সময়মতো গন্তব্যে যেতে পারছে না। ঈদের অনেক আগে থেকেই এ অবস্থা চলছে।

এ জন্য এবার ট্রেনের টিকিটে বেশি চাপ থাকবে বলে মনে করেন একাধিক বাস মালিক।ঈদে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের চাহিদা বেশি। যানজটের কারণে দীর্ঘ সময় রাস্তায় থাকার বিষয়টি মাথায় রাখছেন যাত্রীরা।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ