তারেক-মিশুক হারানোর ছয় বছর
ই-বার্তা
প্রকাশিত: ১৩ই আগস্ট ২০১৭, রবিবার
| বিকাল ০৩:১৩
অন্যান্য
ই-বার্তা ।। খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং সনামধন্য সাংবাদিক মিশুক মুনীররের ৬ষ্ঠ তম প্রয়ান দিবস আজ রোববার। ২০১১ সালের ১৩ই আগস্ট দুপুরে ঘিওর উপজেলাধীন জোকা এলাকায়, ঢাকা-আরিচা মহাসড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন দুইজন প্রতিভা। তাদের সাথে আরো তিনজন চলচ্চিত্র কর্মী মারা যান।
পাচঁ বছর আগের এই দিনটি স্মরণ করা হবে বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে। মানিকগঞ্জের বিভিন্ন সংগঠন গুলো নানা রকম কর্মসূচি পালন করবে। সেই সাথে ফরিদপুরে তারেক মাসুদের সমাধিতে শ্রদ্ধা জানানো হবে।
তাদের স্মরণে আজ বাংলদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে মুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট যৌথভাবে তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে স্মৃতিতর্পন এবং তারেক মাসুদ বক্তৃতা ২০১৭ আয়োজন করেছে। এর পাশাপাশি তারেক মাসুদ নির্মিত প্রামাণ্যচিত্র আদমসুরত এবং তারেক মাসুদের জীবনের উপর প্রসূন রহমান নির্মিত প্রামান্যচলচ্চিত্র ফেরা প্রদর্শিত হবে।
আগের খবর শপথ নিলেন ফেরদৌস