‘আমার জন্য চোখের পানি ফেলা আমার জন্য বিরাট পাওয়া’
ই-বার্তা
প্রকাশিত: ৭ই এপ্রিল ২০১৭, শুক্রবার
| ভোর ০৫:০১
ক্রিকেট
ই-বার্তা প্রতিবেদক ।। টি-টোয়েন্টির নতুন অধিনায়ক বাংলাদেশ দলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন মাশরাফি বিন মর্তুজা। শ্রীলঙ্কার বিপক্ষে ২য় টি-টোয়েন্টি ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে মাশরাফি একথা জানান।তিনি তার ভক্ত-সমর্থকদের প্রতিও জানান কৃতজ্ঞতা।
মাশরাফি বলেন, ‘দলের সাথে অনেক স্মৃতি আছে।হয়তোবা সামনে আরো খেলবো একসাথে থাকবো। বাট তারপরও একটা স্টেজ থেকে সরে আসা মানে হয়তোবা কারো খারাপ লেগেছে আমারওতো লাগছে। আমার থেকে বেশি হয়তোবা কারো লাগবেনা এটাই স্বাভাবিক বা আমার পরিবারের থেকে বাট তারপরেও আই ডু রেসপেক্ট যারা আমাকে ভালোবেসেছে বা আমাকে এই সম্মানটুকু দিয়েছে। আমার জন্য চোখের পানি ফেলা আমি মনে করি এটা আমার জন্য বিরাট পাওয়া। যতোদিন বেঁচে থাকবো ততোদিন মনে থাকবে এই ম্যাচটা ।’
আগের খবর জয় দিয়ে শেষ বিষাদের কাব্য
পরবর্তী খবর ‘আল্লাহ বাঁচিয়ে রাখলে আমাকে আবার মাঠে দেখা যাবে’