আবার একসাথে পর্দায় চঞ্চল-মিলি


ই-বার্তা প্রকাশিত: ১৪ই আগস্ট ২০১৭, সোমবার  | দুপুর ১২:২১ ছোট পর্দা

ই-বার্তা।। মনপুরা সিনেমার পর তাদের আর একসাথে দেখা যায়নি। অনেক বছর পর আবার এক সাথে পর্দায় হাজির হলেন চঞ্চল আর মিলি। মনপুরা সিনেমায় জুটি বেধেঁ দর্শকের মন কাড়েন তারা।

এবার বড় পর্দায় নয়, ঈদুল আযহা উপলক্ষে নির্মিত হ্যাপি ফ্যামিলি নামক একটি নাটকে কাজ করছেন তারা। বৃন্দাবন দাসের রচনায় এবং এবং দীপু হাজরার পরিচালনায় নির্মিত হয়েছে।

হাশেম কাশেম নামক দুই ভাইকে নিয়ে মূলত নাটকের গল্প। দুই ভাইয়ের আলাদা সংসার। দুই ভাইয়ের মধ্যে কোন মিল নেই। প্রতিদিন তারা ঝগড়া ঝাটি করে কিন্তু গ্রামের সবাইকে বড় মুখ করে বলে যে তারা খুব হ্যাপি ফ্যামিলি। একদিন বউয়ের সাথে রাগ করে বড় ভাই বিষ পান করতে বাইরে চলে যায়। তারপর তার আর কোন হদিস পাওয়া যায়না। সবার মনে প্রশ্ন জাগে আসলেই কি সে মারা গেলো। এমনই এক গল্প নিয়ে তৈরী নাটকটি।

চঞ্চল মিলি ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রের অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহানাজ খুশি, মাসুদ রানা মিঠু, দিব্য জোতি, শম্য জোতি সহ আরো অনেকে।

নাটকটি সম্পর্কে চঞ্চল বলেন, বৃন্দাবনদার গল্প বরাবরই অন্যরকম। প্রতিটি চরিত্রকেই থাকে ভিন্নতা, তাই কাজও করি মনের আনন্দে।

নাটকের গল্পে মিলিকে চঞ্চলের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। নাটকটি ঈদুল আযহায় গাজী টিভিতে

সর্বশেষ সংবাদ

ছোট পর্দা এর আরও সংবাদ