পানামা কেলেঙ্কারি নিয়ে এবার তদন্ত হবে অমিতাভের বিরুদ্ধে
ই-বার্তা
প্রকাশিত: ১৪ই আগস্ট ২০১৭, সোমবার
| বিকাল ০৩:৪৬
সিনেমা
ই-বার্তা।। অমিতাভ বচ্চনের নাম পানামা পেপার কাণ্ডে আগেই জড়িয়েছিল। এবার তা নিয়ে তদন্তে নেমেছে ভারতের আয়কর দফতর। অমিতাভসহ পানামা পেপার কাণ্ডে যাদের নাম উঠেছে তাদের ব্যাপারে খোঁজ খবর নিতে আয়কর দফতর ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে এক কর্মকর্তাকে পাঠিয়েছে।
সম্প্রতি পানামা পেপার কাণ্ডে নাম জড়ানোয় পাকিস্তনের প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন নওয়াজ শরিফ। ওই একই কাণ্ডে নাম রয়েছে ভারতের বেশকিছু বিশিষ্ট ব্যক্তিত্বসহ বলিউডের কয়েকজন তারকার।
আয়কর দফতরের এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানায়, তদন্তের জন্য বিদেশ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
উল্লেখ্য, গতবছর অমিতাভ বচ্চন জানিয়েছেন বিদেশে তার কোনো ব্যবসা নেই। বিদেশ থেকে তিনি যে অর্থ আয় করেন তা আসে দেশের আইন মেনেই। এখন বিগ বি-র ওই বক্তব্য খতিয়ে দেখছে আয়কর দফতর।
পানামার আইনি সহায়তা সংস্থা মোসাক ফনসেকা সম্প্রতি ফাঁস করে দুনিয়ার ৫০টি দেশের ১৪০ জন রাজনীতিবিদের বিদেশে ব্যাঙ্ক আকাউন্ট রয়েছে। সেখানে জমা রয়েছে বিপুল পরিমাণ অর্থ।
পরবর্তী খবর হরর মুভিতে ভুত হচ্ছেন তাপসি মুন্নি