বন্যা পরিস্থিতির অবনতি, ডুবতে পারে রাজধানী


ই-বার্তা প্রকাশিত: ১৫ই আগস্ট ২০১৭, মঙ্গলবার  | দুপুর ১২:৫৯ অন্যান্য

ই-বার্তা ডেস্ক।। মাত্র দুইদিনের বন্যায় সারাদেশের ২০ জেলার কয়েক লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পাঁচ জেলায় সড়ক চলাচল বন্ধ। এবং উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে রেল লাইন ভেংগে যাওয়ায় রেল চলাচল ও বন্ধ রয়েছে। সৈয়দপুর বিমানবন্দরে পানি ঢুকেছে।

এদিকে আগামী তিন দিনে বন্যা পরিস্থিতি আরো অবনতির দিকে যাবে বলে আশংকা করা হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সোমবার এই কথা বলেছেন। ধারণা করা হচ্ছে আগামী সাত দিনের মাথায় বন্যার পানিতে ডুবতে পারে রাজধানীর নিম্নাঞ্চল।

গতকাল পর্যন্ত বন্যায় পানিতে ডুবে মারা গেছে ২৬ জন। তবে এখন পর্যন্ত সব থেকে ভয়াবহ অবস্থায় রয়েছে দিনাজপুর বাসী। সেখানকার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিহীন। গত ২০০ বছরে দিনাজপুরবাসী এরকম বন্যা দেখেনি। এছাড়া ধরলা নদী উপচে প্রচন্ড বেগে বন্যার পানি কুড়িগ্রামের নদীর আশে পাশের প্রায় একশত বাড়ি ভাসিয়ে নিয়ে গেছে।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ