বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর বিশ্ব প্রতিক্রিয়া
ই-বার্তা
প্রকাশিত: ১৬ই আগস্ট ২০১৭, বুধবার
| দুপুর ০২:০৬
বিশেষ প্রতিবেদন
ই-বার্তা ।। বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান বিখ্যাত ব্যাক্তি ও বিভিন্ন নামি পত্রিকার যে প্রতিক্রিয়া জানিয়াছিলো:
“তোমরা আমারই দেওয়া ট্যাঙ্ক দিয়ে আমার বন্ধু মুজিবকে হত্যা করেছ! আমি নিজেই নিজেকে অভিশাপ দিচ্ছি”
-মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত।
“শেখ মুজিব নিহত হলেন তার নিজেরই সেনাবাহিনীর হাতে অথচ তাকে হত্যা করতে পাকিস্তানিরা সংকোচবোধ করেছে“
- বিবিসি-১৫ আগস্ট ১৯৭৫।
“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রথম শহীদ। তাই তিনি অমর“
– ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন।
“শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারাল তাদের একজন মহান নেতাকে, আমি হারালাম একজন অকৃত্রিম বিশাল হৃদয়ের বন্ধুকে“
—ফিদেল কাস্ট্রো।
“আপোষহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ট্য“
—ইয়াসির আরাফাত।
“মুজিব হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না, যারা মুজিবকে হত্যা করেছে তারা যেকোনও জঘন্য কাজ করতে পারে“
-নোবেল বিজয়ী উইলিবান্ট।
“শেখ মুজিবুর রহমান ভিয়েতনামী জনগণকে অনুপ্রাণিত করেছিলেন“
— কেনেথা কাউণ্ডা।
“ শেখ মুজিব নিহত হওয়ার খবরে আমি মর্মাহত। তিনি একজন মহান নেতা ছিলেন। তার অনন্য সাধারণ সাহসিকতা এশিয়া ও আফ্রিকার জনগণের জন্য প্রেরণাদায়ক ছিল“
– ইন্দিরা গান্ধী।
“বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে বাংলাদেশই শুধু এতিম হয়নি, বিশ্ববাসী হারিয়েছে একজন মহান সন্তানকে“
– জেমসলামন্ড, ব্রিটিশ এমপি।
“শেখ মুজিব ছিলেন এক বিস্ময়কর ব্যক্তিত্ব“
-ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।
“মুজিব না থাকলে বাংলাদেশ কখনই জন্ম নিত না“
- ফিন্যান্সিয়াল টাইমস।
“যিশু মারা গেছেন। এখন লাখ লাখ লোক ক্রস ধারণ করে তাকে স্মরণ করছে। একদিন মুজিবই হবেন যিশুর মতো“
- আকাশ বানী, কলকাতা।
“বাংলাদেশের লাখ লাখ লোক শেখ মুজিবের জঘন্য হত্যাকাণ্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে“
- ডেইলি টেলিগ্রাফ।
“শেখ মুজিবুর রহমানের মতো তেজি এবং গতিশীল নেতা আগামী বিশ বছরের মধ্যে এশিয়া মহাদেশে আর পাওয়া যাবে না“
-হেনরি কিসিঞ্জার।
“টুঙ্গিপাড়ার শেখ মুজিবের কবর একদিন সমাধিস্থলে রূপান্তরিত হবে এবং বাঙালির তীর্থস্থানের মতো রূপলাভ করবে“
- আবদুল হামিদ খান ভাসানী।
আগের খবর ২০০ বছরের রেকর্ড ভাঙ্গবে বন্যা
পরবর্তী খবর হজ্জের জন্য ভিসার আবেদনের সময় বাড়ালো সৌদি আরব