বাহুবালি প্রভাসের দাম একজন কেমন?


ই-বার্তা প্রকাশিত: ১৭ই আগস্ট ২০১৭, বৃহঃস্পতিবার  | রাত ০৯:৩২ সিনেমা

ই-বার্তা।। সম্প্রতি বহুল আলোচিত ছবি বাহুবলী টু এর তারকা প্রভাস নতুন ছবি করতে যাচ্ছেন। ছবির নামও এরই মধ্যে ঠিক হয়েছে। আর তা হলো- সাহো। ছবিতে নতুন লুকে দেখা যাবে প্রভাসকে। আর এ নিয়ে বেশ উৎসুক রয়েছে সিনেমাপ্রেমীরা। ডিএনএ এবং মিড ডে-র তথ্য মতে, সাহো-তে অভিনয় করার জন্য প্রভাস পাবেন ৩০ কোটি টাকা। যদিও বাহুবলী টু এর জন্য ৮০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন প্রভাস। তাই ভক্তদের মনে সহজভাবে প্রশ্ন দেখা দিয়েছে- তবে কি প্রভাসের দাম কমে গেল!

অবশ্য বলিউড চলচ্চিত্র সূত্রে সেই প্রশ্নের জবাবও মিলেছে। খবরে বলা হয়, বাহুবলী টু-এর বাজেট অনুযায়ী পারিশ্রমিক পেয়েছিলেন কলাকুশলীরা। কিন্তু সাহোর বাজেট বাহুবলী-২এর থেকে অনেক কম। আর তাই প্রভাসের বাজেট কমে গিয়ে দাঁড়িয়েছে ৩০ কোটিতে।

কিছু সূত্রে জানা যায়, বাহুবলী’ সিরিজের আগে প্রভাসের পারিশ্রমিক ছিল প্রায় পাঁচ কোটি। বাহুবলীর জন্য ২৫ কোটি টাকার কাছাকাছি নিয়েছিলেন প্রভাস। বাহুবলী টুতে তা বাড়িয়ে হয় ৮০ কোটি টাকা নেন।

বর্তমানে বলিউড চলচ্চিত্রে শাহরুখ, আমির ও সালমান খান ছবি প্রতি সর্বোচ্চ পারিশ্রমিক পান ৪০-৪৫ কোটি টাকা। আর অক্ষয় কুমারের পারিশ্রমিক ৩৫-৪০ টাকা। অভিনেত্রীদের বেশির ভাগেরই পারিশ্রমিক ৬-১২ কোটির মধ্যে।

পারিশ্রমিকের দিক থেকে কঙ্গনা রানাওয়াত, করিনা কপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কা চোপড়া, অনুশকা শর্মা রয়েছেন প্রথম সারিতেই।

সর্বশেষ সংবাদ

সিনেমা এর আরও সংবাদ