অগ্রিম টিকেট বিক্রি শুরু আজ
ই-বার্তা
প্রকাশিত: ১৮ই আগস্ট ২০১৭, শুক্রবার
| দুপুর ০১:০৭
রাজধানী
ই-বার্তা ।। ঈদুল আজহাকে সামনে রেখে আজ শুক্রবার থেকে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
যাত্রীরা অগ্রিম টিকিটের জন্য শুক্রবার সকাল থেকে গাবতলী ও কল্যাণপুরের বাস কাউন্টারগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন।
এবার ইদুল আজহার সরকারি ছুটি নির্ধারিত আছে ১ থেকে ৩ সেপ্টেম্বর। তবে চাঁদ দেখা সাপেক্ষে তাতে পরিবর্তন হতে পারে।
বাস কাউন্টার ব্যবস্থাপকরা জানান, ঈদের ছুটি শুরুর আগের দিন ৩১ আগস্ট টিকিটের চাহিদা বেশি। সেদিন বৃহস্পতিবার হওয়ায় অনেকেই অফিস শেষ করে বাড়ির পথে ছুটবেন।
৩১ আগস্টের টিকিট থাকলেও পরে অতিরিক্ত দামে বিক্রির জন্য কোনো কোনো কাউন্টারে এখন বিক্রি করছে না বলে অভিযোগ করেছে যাত্রীরা।
পরে বেশি টাকায় বিক্রি করার জন্য বরাবরই কাউন্টারগুলোতে এ ধরনের অনিয়ম হয় বলে যাত্রীদের অভিযোগ।
এদিকে সকাল ৮টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট প্রত্যাশীরা ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভিড় করেছেন।
আজ বিক্রি করা হচ্ছে ২৭ আগস্টের ট্রেনের টিকিট। এরপর দিন ১৯ আগস্ট বিক্রি হবে ২৮ আগস্টের টিকিট। এছাড়া ২০ আগস্টে ২৯ আগস্ট ও ২১ আগস্টে ৩০ আগস্টের এবং ২২ আগস্ট ৩১ আগস্টের টিকিট বিক্রি করা হবে।
এছাড়া ২৫ থেকে ২৯ আগস্ট পর্যন্ত বিক্রি হবে ৩ থেকে ৭ সেপ্টেম্বরের ফিরতি টিকিট। এবার ঈদে রেলযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত ৭ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।
আগের খবর বন্যার পানিতে সবজির বাজারে আগুন
পরবর্তী খবর রাজধানীতে দেশীয় অস্ত্রসহ আটক ১০ ডাকাত