ট্রাক খাদে পড়ে নিহত ৬
ই-বার্তা
প্রকাশিত: ১৯শে আগস্ট ২০১৭, শনিবার
| দুপুর ০১:৫৪
রাজশাহী
ই-বার্তা ।। নওগাঁর মান্দা উপজেলায় বাঁশবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হরিয়ে খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তিনজন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ- রাজশাহী মহাসড়কের হাজি গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার কিত্তীপুর গ্রামের দেলোয়ার হোসেন (৪৮), বদলগাছী উপজেলার বালুভারা গ্রামের দ্বীপেন (৪৬), জয়পুরহাট জেলার জামালপুর গ্রামের আমিনুর রহমান, রাজশাহী জেলার বাগমারা উপজেলার মারিয়া গ্রামের আব্দুল মান্নান (৪৬), হরিপুর গ্রামের আসরাফ আলী (৩০) ও সাহেব আলী (৪৮)।
মান্দা থানার ওসি আনিছুর রহমান জানান, সকালে নয়জন শ্রমিক নিয়ে জয়পুরহাটের পাঁচবিবি থেকে বাঁশবোঝাই ট্রাকটি রাজশাহী যাচ্ছিল। হাজি গোবিন্দপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। এসময় আহত হন তিনজন। তাদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বিপরীত দিক থেকে আশা একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়।
নিহতদের লাশ উদ্ধার করে নওগাঁ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
পরবর্তী খবর দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫