বন্যার্তদের পাশে অপু বিশ্বাস


ই-বার্তা প্রকাশিত: ১৯শে আগস্ট ২০১৭, শনিবার  | দুপুর ০২:৪৩ সিনেমা

ই-বার্তা ।।
বাংলাদেশের জন্য বড়ই অশুভ সময় চলছে এখন। পুরো দেশ পানির নিচে চলে যাচ্ছে। এর মধ্যেই মারা গেছে অনেক মানুষ। হাজারো মানুষ সব হারিয়ে এখন পুরোপুরি নিঃস্ব অবস্থায় দিন পার করছে।


আমার একার পক্ষে তো সব করা সম্ভব না। আমি আমার জায়গা থেকে করার চেষ্টা করছি। তবে আমাদের সমাজে অনেক উচ্চবিত্ত রয়েছেন। তারা এগিয়ে আসলে অনেক বন্যার্ত মানুষের জীবনের চালিকাশক্তি কিছুটা হলেও পাল্টাবে। তাই আমি সমাজের সে সব মানুষদের এগিয়ে আসার আহ্বান জানাই।
গত ১৮ আগস্ট দুপুরে সমাজের উচ্চবিত্তদের বন্যার্তদের পাশে দাঁড়াতে এভাবেই আহ্বান জানাচ্ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।


বন্যা দুর্গত মানুষ আর তাদের বর্তমান অবস্থা নিয়ে বেশ উদ্বিগ্ন এ নায়িকা। তিনি আরও বলেন, প্রচারের জন্য নয়, দায়িত্ববোধের জায়গা থেকেই কাজটি করছি। যারা তাদের সহযোগিতা করবে তাদের পাশে আমি থাকব।


গত বৃহস্পতিবার বিকেল থেকে এফডিসিতে পাঙ্কু জামাই ছবির ডাবিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। ইতোমধ্যে তার ডাবিং এর কাজ শেষ হয়েছে। বিরতিতে যাওয়ার আগে হাতে নেওয়া মাই ডার্লিং, মা ও লাভ ২০১৬ নামে তিনটি ছবির শুটিং এখনও বাকি রয়েছে।

সর্বশেষ সংবাদ

সিনেমা এর আরও সংবাদ