হজে যেয়ে আরো দুই বাংলাদেশির মৃত্যু
ই-বার্তা
প্রকাশিত: ১৯শে আগস্ট ২০১৭, শনিবার
| রাত ১০:০৬
বিশেষ প্রতিবেদন
ই-বার্তা।। এ বছর হজ পালন করতে গিয়ে আরো দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে হজ পালন করতে গিয়ে মৃত বাংলাদেশির সংখ্যা দাঁড়াল ১৬ জনে। এর মধ্যে ১৪ জনের মক্কায় ও দুজনের মদিনায় মৃত্যু হয়।
স্থানীয় সময় গতকাল বুধবার সকালে মক্কায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মো. আবদুল হামিদ পাইকার (৬৪)। তাঁর বাড়ি বগুড়া পৌর এলাকার ১৭ নম্বর ওয়ার্ডে।
অন্যদিকে মদিনায় ইয়ার আহমদ (৫৬) নামের আরেক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর গ্রামে।
আবদুল হামিদের পাসপোর্ট নম্বর বিজে ০৫১২৩১৮ ও পিলগ্রিম আইডি ০৯৯৫৯৫০। ইয়ার আহমদের পাসপোর্ট নম্বর ওসি ৮২০৪০৫৫ ও পিলগ্রিম আইডি ০৯২৫৪৬।
মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ অফিসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৭৭ হাজার ৬৬৭ জন বাংলাদেশি হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন। তাঁদের মধ্যে বিভিন্ন কারণে ১৬ জনের মৃত্যু হয়েছে।