শুরু হল মৈত্রী এক্সপ্রেস-২ এর যাত্রা


ই-বার্তা প্রকাশিত: ৮ই এপ্রিল ২০১৭, শনিবার  | দুপুর ০১:৫৪ অন্যান্য

ই-বার্তা প্রতিবেদক।। খুলনা-কলকাতা রুটে পরীক্ষামূলকভাবে প্রথম যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস-২ আজ শনিবার সকাল আটটা ১০ মিনিটে পাঁচটি বগি নিয়ে খুলনা রেলস্টেশন থেকে কলাকাতার যাত্রা শুরু করেছে। বেনাপোল রেলস্টেশনে পৌঁছানোর পর ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লাল-সবুজ এই ট্রেনটির উদ্বোধন করবেন। এ সময় বেনাপোল বন্দরে উপস্থিত থাকার কথা রয়েছে রেলমন্ত্রী মুজিবুল হক এর। উদ্বোধনের পর থেকে ট্রেনটি সপ্তাহে একদিন এই রুটে চলাচল করবে। মাত্র তিন ঘণ্টার মধ্যে যাত্রীরা কলকাতায় পৌঁছতে পারবে।
রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান এমপিসহ সাধারণ মানুষ যাত্রী হিসেবে ট্রেনটিতে রয়েছেন।
খুলনাবাসীর মতে, এই ট্রেন বাংলাদেশের সাথে কলকাতার যোগাযোগ সহজ ও উন্নত করবে।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ