অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ করা উচিত ঃ ফজলে নূর তাপস


ই-বার্তা প্রকাশিত: ২৩শে আগস্ট ২০১৭, বুধবার  | দুপুর ০১:০২ রাজনীতি

ই-বার্তা ।। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তুলনা করার প্রতিবাদ না করায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার বিকালে সুপ্রিম কোর্ট বার ভবনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শহীদ শফিউর রহমান মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে বৃহত্তর ফরিদপুর সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতি এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

তাপস বলেন, আপনি (অ্যাটর্নি জেনারেল) এ দেশের সবচেয়ে বেশি সময় ধরে থাকা রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। আপনার কিসের এত ভয়? যখন প্রধান বিচারপতি বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে তুলনা করলেন, তখন আপনি প্রতিবাদ করলেন না কেন?

এ পদে থাকার কোনো অধিকার আপনার নেই, আপনার পদত্যাগ করা উচিত, বলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের এই সদস্য।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ