ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
ই-বার্তা
প্রকাশিত: ২৪শে আগস্ট ২০১৭, বৃহঃস্পতিবার
| দুপুর ০১:২৯
বিশেষ প্রতিবেদন
ই-বার্তা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজট সৃষ্টি হয়েছে। কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু থেকে দাউদকান্দির রায়পুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে এ যানজট ছড়িয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার সকাল থেকে এই যানজট শুরু হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মহাসড়কে চারলেনে চলার পর গাড়িগুলো দুই লেন হয়ে ধীরগতিতে সেতু দুটি পার হচ্ছে। এ কারণে সময় একটু বেশি লাগছে। এছাড়া অন্যান্য দিনের তুলনায় গাড়ির চাপও বাড়ায় এই যানজট দেখা দিয়েছে। যানজট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি।