ঔষধ প্রশাসনের দুই কর্মকর্তা বরখাস্ত


ই-বার্তা প্রকাশিত: ২৪শে আগস্ট ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০২:২২ অপরাধ

ই-বার্তা।। ঔষধ প্রশাসনের উপ-পরিচালক আলতাফ হোসেন ও সহকারী পরিচালক শফিকুল ইসলামকে বরখাস্ত করা হছে। এই দুই কর্মকর্তা রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে ২৮ শিশুর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত। বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে উপস্থিত হয়ে স্বাস্থ্যসচিব এ কথা জানান।

২৮ শিশুর মৃত্যুর ঘটনায় আদালতের রায়ে ঔষধ প্রশাসনের দুই কর্মকর্তার অদক্ষতা ও অযোগ্যতা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে অবহেলার বিষয়টি উঠে আসে। এরপর ৭২ ঘণ্টার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ও ব্যাখ্যা দিতে ১৮ আগস্ট আদালতে আসতে হয়েছিল স্বাস্থ্য সচিবকে। স্বাস্থ্য সচিবের পক্ষে গত সোমবার একটি প্রতিবেদনে বলা হয় ওই দুই কর্মকর্তাকে সতর্ক করা হয়েছে। তাঁর এই প্রতিবেদনে ও ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে বৃহস্পতিবার তাঁকে আবার আসতে বলেছিলেন আদালত। এরপর ঐ দুই কর্মকর্তার বরখাস্তের খবর জানান স্বাস্থ্যসচিব।

সর্বশেষ সংবাদ

অপরাধ এর আরও সংবাদ