অন্তঃসত্ত্বা এষা বিয়ে করলেন
ই-বার্তা
প্রকাশিত: ২৫শে আগস্ট ২০১৭, শুক্রবার
| রাত ০৮:২০
অন্যান্য
ই-বার্তা।। এখন গর্ভবতী এষা দেওল। সিন্ধি পরিবারের রীতি হলো সাধ অনুষ্ঠানে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বিতীয়বার বিয়ে হয়। প্রথা মেনে গতকাল ভারত তাখতানির সঙ্গে বিয়ে করলেন এষা। ইস্কনে বিবাহ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। মা হেমা মালিনী ও বোন অহনা সহ অনুষ্ঠানে ছিলেন দেওল ও তাখতানি পরিবারের সদস্যরা।
গোলাপি আনারকলি পরে বিয়ের পিঁড়িতে বসেন এষা। ভারতকে দেখা গেছে সাদা পোশাকে। নিয়ম মেনে স্বামীর সঙ্গে তিনবার পাক ঘোরেন এষা। জয়া বচ্চন সহ বলিউডের বেশ কয়েকজন তারকা বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গর্ভবতী হওয়ার পর থেকে বেশ খুশিতেই রয়েছেন, নিজেই একথা জানিয়েছিলেন এষা। আরও বলেছিলেন, স্বামী ভারত তাঁর সমালোচনা করে ঠিকই আবার ভালোবাসে খুব।
২০০২ সালে বলিউডে ডেবিউ করেন এষা। তারপর দস, ধুম ও যুবার মতো ছবিতে অভিনয় করেছেন।
আগের খবর প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আমব্রিনের
পরবর্তী খবর প্রথম অত্যাধুনিক সিনেপ্লেক্স ঢাকার বাইরে