তিস্তা চুক্তির ব্যাপারে ভারতের প্রচেষ্টা অব্যাহত : মোদী
ই-বার্তা
প্রকাশিত: ৮ই এপ্রিল ২০১৭, শনিবার
| বিকাল ০৪:৪৮
বিশেষ প্রতিবেদন
ই-বার্তা প্রতিবেদক ।। তিস্তা পানিবন্টন চুক্তি ভারত এবং বাংলাদেশের বিদ্যমান সরকারের অধীনেই হবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার প্রধানমন্ত্রীর সরকারী দপ্তর হায়দ্রাবাদ হাউজে তিনি একথা জানান।
মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার ও আপনার সরকারই তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান করতে পারবে।‘’
এই চুক্তি বাস্তবায়নে ভারতের প্রচেষ্টা অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন ‘প্রতিশ্রুতির ব্যাপারে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই।’
হায়দ্রাবাদ হাউজে মোদীর বক্তব্যের সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিস্তা চুক্তির ব্যাপারে বৈঠকের জন্য তাকে আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী।