কি লিখা ছিলো আরাফাত সানীর স্ত্রীর লেখা আত্মহত্যার নোটে?


ই-বার্তা প্রকাশিত: ২৬শে আগস্ট ২০১৭, শনিবার  | বিকাল ০৪:০৫ অপরাধ

ই-বার্তা ।। আরাফাত সানিকে দায়ী করে আত্মহত্যার চেষ্টা করেছেন তার স্ত্রী দাবি করা নাসরিন সুলতানা। আত্মহত্যার নোটে তিনি লিখেছেন `আমার মৃত্যুর জন্য সানি দায়ী’।

নাসরিনের ছোট বোন শারমিন সুলতানা জানান, বৃহস্পতিবার রাতে সানির সঙ্গে ঝগড়া হয় নাসরিনের। পরে রাত সাড়ে ৩টায় ঘুমের ওষুধ খেয়ে নাসরিন আত্মহত্যার চেষ্টা করেন। রাতেই তাঁকে দ্রুত রেনেসাঁ হাসপাতালে ভর্তি করা হয়।

আত্মহত্যার নোটে নাসরিন লিখেছেন, ‘আব্বা-মা, আল্লাহর রহমতে দুই হাত জোর করে তোমাদের অনুরোধ করতেছি, দয়া করে আমাকে হসপিটালে নিও না। আল্লাহর দোহাই লাগে আমাকে আমার মতো মরতে দাও। আমার জন্যঅনেক জ্বালা নিছো, আর নিও না।

মরার পর মাটি দিও, কিন্তু হসপিটালে নিও না প্লিজ। এতো অপমান সহ্য না করে মরে যাওয়া অনেক ভালো। প্লিজ আমাকে মরতে দাও।

বিথী, কফিনের লকের পাসওয়ার্ড... কফিনে ও ড্রয়ারের পার্সে (পাশে) সব ফাইল ও কাগজপত্র আছে। মেইক শিওর দ্যাট সানির (নিশ্চিত করো যেন সানির) উচিৎ শাস্তি ও বিচার হয়।’

চিঠির পরের পৃষ্ঠায় তিনি লেখেন- ‘This is not suicide. It’s a murder. আমার আজকে এ অবস্থার জন্য শুধু সানি দায়ী। আল্লাহ যাতে ওর বিচার করে।’

নাসরিনের আত্মহত্যা চেষ্টার বিষয়ে আরাফাত সানির মা নারগিস আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টা আমরা শুনেছি।

সর্বশেষ সংবাদ

অপরাধ এর আরও সংবাদ