বাসা/বাড়ির নিরাপত্তায় ডিএমপি’র বিশেষ পরামর্শ


ই-বার্তা প্রকাশিত: ২৭শে আগস্ট ২০১৭, রবিবার  | বিকাল ০৫:০০ রাজধানী

ই-বার্তা ।। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি বা ঢাকার বাইরে আত্মীয়ের বাড়িতে যাবেন ঈদ করতে, এজন্য হয়তো যাত্রার দিনক্ষণও ঠিক হয়ে গেছে। কিন্তু যাবার আগে নিজের বাসা-বাড়ি সুরক্ষিত করে রাখার পরিকল্পনাটাও সাথে রাখুন। তা না হলে হয়তো কোন দুর্ঘটনা বা চুরি-ডাকাতির শিকার হয়ে মিইয়ে যেতে পারে ঈদের আনন্দ। হতে পারেন বড় আর্থিক সমস্যার সম্মুখীন। তাহলে কিভাবে এড়ানো যায় এমন পরিস্থিতি?

তাহলে জেনে নিন ঢাকা মেট্রোপলিটন পুলিশ নির্দেশিত এমন সহায়ক কিছু নিরাপত্তা পরামর্শঃ

০১. আপনার বাসা/বাড়িতে ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহার করুন।

০২. বাসা/ফ্ল্যাটের মেইন গেটে অটোলক ব্যবহার করুন ।

০৩.বাসা/বাড়ি ত্যাগের পূর্বে রুমের দরজা-জানালা সঠিকভাবে তালাবদ্ধ করুন। যে সমস্ত দরজা-জানালা দুর্বল অবস্থায় আছে তা এখনই মেরামত করে নিন এবং যথাসম্ভব সুরক্ষিত করে নিন। প্রয়োজনে একাধিক তালা ব্যবহার করুন ।

০৪. বাসা/বাড়ির নীচতলায় বসবাসকারীগণ ভেন্টিলেশনের জানালা বন্ধ নিশ্চিত করুন ।

০৫. রাতে আপনার বাসার চারপাশ আলোকিত করে রাখুন ।

০৬. আপনার বাসা বা ফ্ল্যাটে সিসিটিভি স্থাপন করুন। সিসিটিভিসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় থাকার বিষয়টি নিয়মিত নিশ্চিত করুন।

০৭. দরজায় নিরাপত্তা এলার্মযুক্ত তালা ব্যবহার করুন।

০৮. মূল্যবান সামগ্রী ও দলিল নিরাপদ হেফাজতে রাখুন এবং তালাবদ্ধ করুন। প্রয়োজনে ব্যাংক লকারের সহায়তা নিতে পারেন।

০৯. বাসা/বাড়ি ত্যাগের পূর্বে যে সমস্ত প্রতিবেশী/পাশের ফ্ল্যাটের অধিবাসী ঢাকায় অবস্থান করবেন তাদেরকে আপনার বাসার প্রতি লক্ষ্য রাখতে অনুরোধ করুন এবং ফোনে তাদের সাথে যোগাযোগ রাখুন।

১০. আপনার অনুমতি না নিয়ে কেউ যেন বাসায় প্রবেশ করতে না পারে এ বিষয়ে বাড়ির নিরাপত্তাকর্মীকে সতর্ক করুন। নিরাপত্তাকর্মী না থাকলে আগন্তুক এর পরিচয় নিশ্চিত না হয়ে দরজা খুলবেন না।

১১. ভাড়াটিয়াগণ পূর্বেই বাসার মালিককে ঈদ উপলক্ষে বাসা ত্যাগের বিষয়টি অবহিত করুন ।

১২. বাসা/বাড়ি ত্যাগের পূর্বে আপনার রুমের লাইট, ফ্যানসহ অন্যান্য ইলেকট্রিক লাইনের সুইচ বন্ধ করেছেন কিনা তা নিশ্চিত হোন এবং পানির ট্যাপ ও গ্যাসের চুলা বন্ধ করুন ।

১৩. মহল্লা ও বাড়ির সামনে সন্দেহজনক কাউকে/দুস্কৃতিকারীকে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে অবহিত করুন ।

১৪. ঈদে আপনার মহল্লা/বাসায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে বা ঘটার সম্ভাবনা থাকলে তা স্থানীয় কমিউনিটি পুলিশ/থানা/ফাঁড়িকে অবহিত করুন ।

১৫. বাসার গেট বা দরজা খোলা রেখে সেহরি ও ইফতারের পর মসজিদে নামাজ পড়তে যাবেন না ।

১৬. বাসায় কোনো ভিক্ষুক কিংবা অনাথদের ইফতার করাতে হলে তাদের গতিবিধি পযবেক্ষণে রাখুন ।

১৭. বাসার গাড়ির গ্যারেজ সুরক্ষিত করুন ।

১৮. বাসার জানালা/দরজার পাশে কোন গাছ থাকলে শাখা-প্রশাখা কেটে ফেলুন যাতে অপরাধীরা শাখা-প্রশাখা ব্যবহার করে বাসায় প্রবেশ করতে না পারে। ।

আপনার মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উদযাপন নিরাপদ, আনন্দময় ও উৎসবমুখর হোক

যেকোন সময় যেকোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ

পুলিশ কন্ট্রোল রুমঃ ০১৭১৩-৩৯৮৩১১, ৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০।

ট্রাফিক কন্ট্রোল রুমঃ ০১৭১১-০০০৯৯০, ০১৭০৭-৮০৬১১১, ০১৭০৭-৮০৬২২২, ০১৭০৭-৮০৬৮৮৮।

ডিবি কন্ট্রোল রুমঃ ০২-৯৩৬২৬৪০, ২২৬৭০(ডিএমপি)

ডিএমপি মিডিয়া সেন্টারঃ ০১৭১৩-৩৯৮৭৫৬-৭

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ