পরিবার পরিকল্পনা অধিদফতরের গুদামে আগুন, পুড়েছে কনডম সহ জন্মনিয়ন্ত্রন সামগ্রী
ই-র্বাতা
প্রকাশিত: ৯ই এপ্রিল ২০১৭, রবিবার
| দুপুর ০১:৩৪
দুর্ঘটনা
ই-বার্তা প্রতিবেদক।। রাজধানীর মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রীয় গুদাম আগুনে পুড়ে গেছে । ১৪টি ইউনিটের ৪ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কোন হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে গেছে গুদামের সব মালামাল ।
সারাদেশে জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন ওষুধ ও স্যালাইন সরাবরাহ করা হতো পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এই গুদাম থেকে।
শনিবার রাত সাড়ে ১২টার পর মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গুদামে আগুন লাগে। গুদামের পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুন ছড়িয়ে পরে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মী ও স্থানীয়রা।
সরু রাস্তা ও কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় শুরুতে আগুন
নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে ফায়ার সার্ভিসের।
পরবর্তী খবর যাত্রীবাহী বাসের ধাক্কায় যুবক নিহত