বাংলাদেশে সীমান্তে মায়ানমারের হেলিকপ্টার তীব্র প্রতিবাদ ঢাকার


ই-বার্তা প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার  | রাত ০৯:৩৩ রাজনীতি

ই-বার্তা ।। রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা অভিযানের নামে আকাশসীমা লঙ্ঘন করে মিয়ানমার সামরিক বাহিনীর হেলিকপ্টার বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ার কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা।

মিয়ানমারের হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। আজ এক কূটনৈতিক নোটের মাধ্যমে এ প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকাস্থ মিয়ানমার দূতাবাসে পাঠানো নোটে জানানো হয়, এর আগে ২৭ ও ২৮ আগস্ট দেশটির কয়েকটি হেলিকপ্টার বেশ কয়েকবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে। সবশেষ আজ আকাশসীমা লঙ্ঘন করে কক্সবাজারের উখিয়ায় ৩ দফা মিয়ানমারের হেলিকপ্টার প্রবেশ করে।

এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়, বাংলাদেশ যখন নিরাপত্তা ইস্যুতে মিয়ানমারকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে, সেসময় দেশটির এমন আচরণ দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। ভবিষতে এ ধরনের ঘটনা রোধে দেশটিকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে।

ছবি ঃ সময় টিভি

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ