পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ৩


ই-বার্তা প্রকাশিত: ৪ঠা সেপ্টেম্বর ২০১৭, সোমবার  | সকাল ১০:৫৪ দুর্ঘটনা

ই-বার্তা ।। পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। রবিবার সকালে কক্সবাজারের রামুতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পরে গেলে এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- সাইমুম (১৬), এরশাদ (১৮) ও অপর জনের নাম জানা যায়নি। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনায় আরও অন্তত ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের স্থানীয় ক্লিনিক এবং কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেরার পুরাতন বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রামুর তুলাতলি হাইওয়ে থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন. আসমা পরিবহন নামের একটি বাসট পর্যটক নিয়ে কক্সবাজার এসেছিল। পুরাতন বাইপাসে এসে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ডিভাইডারে ধাক্কা খায় এবং পরে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। পরে স্থানীয়রা আটজনকে উদ্ধার করে রামু ও কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

সর্বশেষ সংবাদ

দুর্ঘটনা এর আরও সংবাদ