ফেসবুকে রূপম ইসলামকে চোর আখ্যা


ই-বার্তা প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার  | রাত ১১:৪৫ অন্যান্য

ই-বার্তা।। ফেসবুকে, টুইটারে হামেশাই ট্রোলড হয়ে থাকেন তারকারা। কেউ তার উত্তর সোশাল সাইটেই দিয়ে থাকেন, কেউ আবার এড়িয়ে যান। কিন্তু কলকাতার গায়ক রূপম ইসলাম এর কোনওটাই না করে সোজা আইনি পথে হাঁটলেন। ফেসবুকে তাঁকে কেউ চোর বলে ট্রোল করেছিল। তাকে আজ সরাসরি আইনি নোটিস পাঠালেন।

সম্প্রতি কেউ ফেসবুকে একটি পোস্ট করেছিল রূপম ইসলামের বিরুদ্ধে অভিযোগ নিয়ে। পোস্টে তার দাবি ছিল, রূপমের হারানো পদক গানটির সুর কোনও ইংরেজি গান থেকে চুরি করা। ফেসবুকে রূপমকে চোর বলে ট্রোল করা হয়। এরপর বিষয়টি নিয়ে কয়েকটি সংবাদপত্র, ওয়েব পোর্টাল এমনকী এফএম রেডিওতেএ আলোচিত হতে থাকে। পরে দেখা যায়, ফসিলসের হারানো পদক গানটি ২০০৩ সালে রেকর্ড করা। এটি মুক্তি পায় ২০০৪-এ।

কিন্তু যে ইংরেজি গান থেকে চুরির কথা বলা হয়েছে সেই গানটি ২০১১-তে প্রকাশিত। সুতরাং চুরির তত্ত্ব খাটে না। রূপম পালটা অভিযোগ করেন, এই পোস্ট তাঁর সম্মানহানি করেছে। এরপরই এই পোস্টটি যে করেছিল তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ