সাতাত্তরে পা রাখলেন এটিএম শামসুজ্জামান


ই-বার্তা প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০১৭, রবিবার  | দুপুর ০২:৩১ সিনেমা

ই-বার্তা।। একুশে পদকপ্রাপ্ত ও পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, কাহিনীকার ও পরিচালক এটিএম শামসুজ্জামানের জন্মদিন আজ রবিবার। তিনি আজ ৭৭ বছরে পা রাখলেন।

জন্মদিন প্রসঙ্গে এটিএম শামসুজ্জামান বলেন, জন্মদিন নিয়ে আমার মধ্যে কখনই কোন বাড়তি কৌতূহল ছিল না, এখনও নেই। কারণ জন্মদিন আসা মানেই স্মরণ করিয়ে দেয় মৃত্যু আরও কাছে চলে এলো। জন্মদিন আসা মানেই জীবন থেকে আরেকটি বছরের বিদায়। পৃথিবীতে কেউ কী মরতে চায়? চায় না। সবাই বাঁচতে চায়, অনেকের মতো আমারও তো বাঁচতে ইচ্ছে করে হাজার বছর। কিন্তু জানি তা সম্ভব নয়। তাই জন্মদিন এলে শুধু একটি কথাই বার বার মনে পড়ে যে মরতে হবে আমাকে, মৃত্যুর জন্য সবসময়ই প্রস্তুত থাকতে হবে।

১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে নানার বাড়িতে সেখানে ৭ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে ছোট চাচার সঙ্গে রাজশাহী চলে যান। রাজশাহী লোকনাথ হাইস্কুলে দশম শ্রেণীর অর্ধেক পর্যন্ত পড়াশোনা করেছেন।

এরপর এসএসসি এবং এইচএসসি করেছেন ময়মনসিংহের সিটি কলেজিয়েট হাইস্কুল থেকে। ১৯৬৮ সালের ১৫ মার্চ রুনির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার বাবা নূরুজ্জামান, নামকরা উকিল ছিলেন।

শের-ই বাংলা একে ফজলুল হকের সঙ্গে রাজনীতি করতেন। ১৯৬১ সালে তার চলচ্চিত্রের গুরু ইসমাইল মোহাম্মদ (উদয়ন চৌধুরী) কলকাতায় মানুষের ভগবান নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। ঢাকায় এসে তিনি বিষকন্যা নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। সেই চলচ্চিত্রে তার সহবারী হিসেবে কাজ করেছিলেন এটিএম শামসুজ্জামান। দীর্ঘদিন সহকারী হিসেবে কাজ করার সুবাদে যখন ছোট ছোট চরিত্রাভিনেতারা আসতে পারতেন না তখন তিনিই অভিনয় করতেন। এভাবে একসময় আমজাদ হোসেন পরিচালিত নয়নমনি ছবিতে অনেকটা জোর করেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। ছবিটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। অভিনেতা হিসেবেও তার পথচলা সুগম হয়ে যায়।

সর্বশেষ সংবাদ

সিনেমা এর আরও সংবাদ