বাবাকে ছাড়াই এবারের ঈদ
ই-বার্তা
প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০১৭, রবিবার
| বিকাল ০৩:৫৫
সিনেমা
ই-বার্তা।। আগের মতো সেই আনন্দ নেই। সবার মুখ ভার। সকালে নামাজ থেকে এসে রাজ্জাকের শোয়ার ঘরে ফাঁকা বিছানা দেখে সবার চোখ ভিজে যায়। কিছুক্ষণের মধ্যেই সবাই নিজেদের সামলে নেন। এরপর কোরবানি দেওয়ার পালা। নায়করাজ রাজ্জাককে ছাড়া প্রথম ঈদ হচ্ছে লক্ষ্মীকুঞ্জে।
সম্রাট বলেন, মাত্র ১২ দিন আগে আব্বাকে হারিয়েছি। ভেবেছিলাম, এবার কোরবানি দেব না। শেষ পর্যন্ত আম্মার অনুরোধে রাজি হয়েছি।
প্রতিবছর নিজে হাটে গিয়ে গরু কিনতেন রাজ্জাক। হাটে সবাই তাঁকে ঘিরে ধরত। মুহূর্তেই ভিড় জমে যেত। কিন্তু কাজটা উপভোগ করতেন রাজ্জাক। নিজে পছন্দ করে, দরদাম করে তবেই গরু কিনতেন। এ সময় তাঁর সঙ্গে থাকতেন দুই ছেলে বাপ্পারাজ, সম্রাট আরও অনেকে। ঈদের দিন কোরবানি দেওয়া থেকে শুরু করে সবকিছু নিজেই তদারক করতেন। সম্রাট বললেন, অসুস্থতার জন্য শেষ তিন বছর আব্বা হাটে যেতে পারেননি। আমরাই গিয়েছি। কিন্তু ঈদের দিন তদারকির কাজ ঠিকই করেছেন। মাংস ভাগ ও বণ্টন করতেন। কোন কোন বাসায় যাবে, তার পরিকল্পনা করতেন। চেয়ার পেতে বসে সবকিছু সমন্বয় করতেন। কাছের মানুষ, প্রতিবেশী, গরিব, কেউ যেন কোরবানির মাংস থেকে বঞ্চিত না হয়, সেদিকে খুব খেয়াল রাখতেন।
ঈদের দিন সকালে ফজরের নামাজ আদায় করে রাজ্জাক নিজে গিয়ে ছেলেদের ঘুম থেকে ডেকে তুলতেন। এরপর গোসল সেরে পাঞ্জাবি-পায়জামা পরে আতর-সুরমা মাখতেন। ছেলেদেরও মেখে দিতেন। সবাই মিলে চলে যেতেন মসজিদে। নামাজের পর ছেলেদের সঙ্গে কোলাকুলি করতেন। অন্যদের সঙ্গেও কোলাকুলি করতেন।
রাজ্জাকের প্রিয় খাবার ছিল করলা ভাজি ও ভাত। পছন্দ করতেন দেশি মুরগি আর দেশি মাছ। ঈদের দিনেও টেবিলে থাকত তা। বিরিয়ানি, কাচ্চি কিংবা ভারী খাবারের ব্যাপারে তেমন আগ্রহ ছিল না। গরুর মাংস তো একেবারেই না। শেষ দিকে মাঝেমধ্যে একটু খেয়েছেন।
সকাল থেকেই গুলশানের লক্ষ্মীকুঞ্জে এসেছেন আত্মীয়স্বজন। ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করে তিন ভাই বাপ্পারাজ, বাপ্পী আর সম্রাট চলে যান বনানী কবরস্থানে। বাবার কবর জিয়ারত করেন। ফিরে এসে ঈদের নামাজ আদায় করেছেন।
সম্রাট বলেন, প্রতি দিন সকালে মসজিদে ফজরের নামাজ আদায় করে চলে যাই আব্বার কবরে। সেখানে অনেকটা সময় কাটাই। আব্বাকে সঙ্গে নিয়েই আমাদের দিন শুরু হয়। আজকের ঈদের দিনও আব্বা আমাদের সঙ্গেই আছেন।
আগের খবর অপুর সাথে শাকিবের দেখা হলোনা
পরবর্তী খবর জাজের নতুন সিনেমা রাজুকে নিয়ে