দুই টেস্টের জন্য বিশ্রামে সাকিব


ই-বার্তা প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০১৭, সোমবার  | বিকাল ০৩:৫৪ ক্রিকেট

ই-বার্তা।। গতকাল থেকে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছেন না সাকিব। মূলতঃ আগামী ছয় মাস টেস্ট থেকে দুরে থাকতে চান বিশ্বসেরা এই অলরাউন্ডার। জানা যায়, সাকিব নিজেই চিঠি দিয়ে বোর্ডের কাছে আবেদন করেছেন, আগামী ছয় মাস টেস্ট সিরিজ থেকে অব্যাহতি চেয়ে।

অবশেষে সে খবরই সত্যি হলো। তবে ছয় মাস না দিয়ে দুই টেস্টের জন্যই বিশ্রাম দেয়া হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে বিসিবি পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়ে দিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রাম দেয়া হচ্ছে সাকিব আল হাসানকে। বিসিবিতে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আকরাম খান।

তবে সিরিজে খেলা না খেলা অনেকটা সাকিবের ইচ্ছাধীন করে দেয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। আকরাম খান জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব প্রথম টেস্ট খেলছেন না- এটা নিশ্চিত। যদি দ্বিতীয় টেস্টে সে খেলতে চায়, তাহলে খেলতে পারবে।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ