বাবা হলেন মোহাম্মদ আমির


ই-বার্তা প্রকাশিত: ১২ই সেপ্টেম্বর ২০১৭, মঙ্গলবার  | দুপুর ০১:১৭ ক্রিকেট

ই-বার্তা।। কন্যা সন্তানের বাবা হয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। মঙ্গলবার ব্যক্তিগত টুইটারে ছবি পোস্ট করে এ কাথা জানন তিনি। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত। মাশাল্লাহ।

নিরাপত্তার শঙ্কা কাটিয়ে দীর্ঘ দিন পর পাকিস্তানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। এর মধ্যে টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশটিতে পৌঁছে গেছে বিশ্ব একাদশের খেলোয়াড়রা। তবে দেশের মাটিতে খেলা হচ্ছে না পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ইংল্যান্ডেই থেকে যেতে হয়েছিল তাকে।

উল্লেখ্য, আজ (মঙ্গলবার) থেকে লাহোরে পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বিশ্ব একাদশ। পাকিস্তানের ঘোষিত দলেও ছিলেন আমির।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ