আজ রাতেই পাকিস্তান-বিশ্ব একাদশের দ্বিতীয় ম্যাচ


ই-বার্তা প্রকাশিত: ১৩ই সেপ্টেম্বর ২০১৭, বুধবার  | দুপুর ০১:৫৯ ক্রিকেট

ই-বার্তা।। বিশ্ব একাদশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২০ রানের জয় তুলে বিশ্বের নজর কেড়ে নেয় পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ বুধবার, একই ভেন্যুতে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। যথারীতি একই দল, একই প্রতিপক্ষ।

২০০৯ সালে লঙ্কান ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার পর প্রায় সাড়ে আট বছর পাকিস্তান থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত। চলতি বছরের শুরুর দিকে পিএসএলের ফাইনাল আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের দেশে আন্তর্জাতিক ক্রিকেটের দ্বার উন্মোচন করে। এরপর নানা চেষ্টা-তদবিরের পর অবশেষে আইসিসি তত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ।

প্রথম ম্যাচে বাবর আজমের অসাধারণ ব্যাটিং (৫২ বলে ৮৬ রান), আহমেদ শেহজাদের ৩৯ এবং শোয়েব মালিকের ২০ বলে ৩৮ রানের ওপর ভর করে ১৯৭ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের তামিম ইকবালের ১৮, হাশিম আমলার ২৬, টিম পাইনের ২৫, ডু প্লেসিসের ২৯ এবং ড্যারেন স্যামির ১৬ বলে ২৯ রানের ওপর ভর করে বিশ্ব একাদশ তোলে ১৭৭ রান।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ