শুক্রবার থেকে ১৯তম জাতীয় ক্রিকেট লিগ
ই-বার্তা
প্রকাশিত: ১৩ই সেপ্টেম্বর ২০১৭, বুধবার
| বিকাল ০৪:১৩
ক্রিকেট
ই-বার্তা ।। শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ১৯তম জাতীয় ক্রিকেট লিগ। এবার ম্যাচ হবে ঢাকার বাইরের পাঁচটি ভেন্যুতে। আর্ন্তজাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে উইকেট কন্ডিশনের প্রত্যাশা করছেন ক্রিকেটার ও কোচেরা।
বিসিবির ভাবনায় বহুদিন থেকে ঘরোয়া লিগে পেইস-স্পিনের ভারসাম্য। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লঙ্গার ভার্সন বাংলাদেশ ক্রিকেট লিগের গত আসরের উইকেটে ছিল নতুনত্ব। পেইসাররাও দাপট দেখিয়েছেন, রুবেল-রাহি কিংবা শফিউলের আগুনে বোলিংয়ে হিমশিম খেয়েছে প্রতিপক্ষ। ঘরোয়া ক্রিকেটে ব্যাট-বলের লড়াইয়ে সামজ্ঞস্য, ক্রিকেট বোর্ডের মূল লক্ষ্য। জাতীয় ক্রিকেট লিগের উইকেট নিয়েও ভেবে রেখেছে বোর্ড।
এনসিএল ঢাকায় হচ্ছে না, বাইরের পাঁচ ভেন্যুতে হবে ম্যাচ। যত্ন কোরে উইকেট তৈরী হবে তো? একটা শঙ্কা থেকেই যাচ্ছে। জাতীয় দল আর হাইপারফরম্যান্স ইউনিটের ক্রিকেটার ছাড়াই হচ্ছে আসর। প্রতিদ্বন্দ্বীতা জমবে তো? নাকি জৌলুস হারাবে এনসিএল।
এর আগে ম্যাচ প্রতি ক্রিকেটাররা পেতেন ২৫ হাজার টাকা। এবার সেটি দশ হাজার বাড়ানো হয়েছে। বেড়েছে ভ্রমন আর দৈনন্দিন ভাতাও। এ বিষয়টা আগ্রহের সাথে আরও উদ্বুদ্ধ করবে ক্রিকেটারদের। ১৫ সেপ্টেম্বর, চারটি ভেন্যুতে এক যোগে শুরু হবে ১৯তম এনসিএলের প্রথম পর্ব।
পরবর্তী খবর আবারো সাদা পোশাকে মাশরাফি