এবার পাকিস্তানে যেতে রাজি ওয়েস্ট ইন্ডিজ!
ই-বার্তা
প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার
| সকাল ১১:৫৩
ক্রিকেট
ই-বার্তা।। বিশ্ব একাদশের পর এবার পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে রাজি হয়েছে ওয়েস্ট ইন্ডিজও। চলতি বছরের নভেম্বরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে আসবে বলে নিশ্চিত করেছে এই ফরম্যাটে বর্তমান চ্যাম্পিয়নরা।
বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠি মিডিয়াকে জানান, পাকিস্তানের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ খেলতে আমন্ত্রণ জানানো হয়েছে। দুই বোর্ডের মধ্যে কথাবার্তাও একপ্রকার পাকা হয়ে গিয়েছে। দ্রুতই ম্যাচের সূচি ঘোষণা করা হবে। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
নভেম্বরের টি-টোয়েন্টি সিরেজের পাশাপাশি অক্টোবরে পাকিস্তানে খেলতে আসছে শ্রীলঙ্কাও। ২৯ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে একটি টি-টোয়োন্টি ম্যাচ খেলবে অ্যাঞ্জেলো ম্যাথিউজ-লাসিথ মালিঙ্গারা। পিসিবি চেয়ারম্যান শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে আরও একটি ম্যাচ আয়োজনের আশা করছেন।
চলতি বছরের জানুয়ারিতে যখন আমন্ত্রণ জানানো হয়েছিল, তখন নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে আসবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর লাহোরে পিএসএলের ফাইনাল এবং চলতি সেপ্টেম্বরে আইসিসির বিশ্ব একাদশ পাকিস্তানে খেলতে আসার পরই ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডও সফরে আসাতে রাজি হয়েছে।
২০০৯ সালের ৩ মার্চে লাহোরে শ্রীলঙ্কান টিম বাসে জঙ্গি হামলার পর পাকিস্তান থেকে নির্বাসিত হয়ে যায় আন্তর্জাতিক ক্রিকেট। এরপর নিরাপত্তার কারণে পাকিস্তানে খেলেনি কোনো টেস্ট খেলুড়ে দেশ। তবে ২০১৫ সীমিত ওভারের ক্রিকেট খেলতে পাকিস্তানে পা রেখেছিল জিম্বাবুয়ে।
আগের খবর ছুটি নিয়ে বাণিজ্যিক কাজে সাকিব!
পরবর্তী খবর অবসর ভেঙে জিম্বাবুয়ের জাতীয় দলে ফিরছেন টেইলর