প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে হচ্ছেনা তিস্তা পানিবন্টন চুক্তি
ই-বার্তা
প্রকাশিত: ২১শে মার্চ ২০১৭, মঙ্গলবার
| বিকাল ০৫:১৯
অন্যান্য
ই-বার্তা প্রতিবেদক : পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে তিস্তা পানিবণ্টন চুক্তি হচ্ছে না । মঙ্গলবার রাজধানীতে একটি অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে তিনি একথা বলেন ।
মন্ত্রী আরো জানান, ‘ভারতের কিছু অভ্যন্তরীণ সমস্যা থাকার কারণে এটি আপাতত করা সম্ভব হচ্ছেনা । তবে খুব শীঘ্রই এই চুক্তি হবার ব্যাপারে আমরা আশাবাদী।’ ।
মন্ত্রীর কথায় উঠে আসে নদী রক্ষণাবেক্ষণে নানা সমস্যার বিষয়টিও । তিনি জানান নদী শাসনে দুর্বলতা এবং পলি জমে যাওয়ার দরুণ বাংলাদেশের নদীগুলো পানি ধারণক্ষমতা হারিয়ে ফেলছে । তাই সরকার বিশেষভাবে অগ্রাধিকার দিয়েছে নদীখনন কার্যক্রমে ।আসন্ন সফরে দুই দেশের মধ্যকার শীর্ষ বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচনা হবে তিস্তাসহ অভিন্ন নদ-নদীর পানিবণ্টন ও যৌথ ব্যবস্থাপনা সম্পর্কিত ইস্যুগুলোতে ।
e-barta/m