পূজায় রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা


ই-বার্তা প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার  | বিকাল ০৩:০৮ রাজধানী

ই-বার্তা ।। ডিএমপি কমিশনার আছাদুজ্জান মিয়া জানিয়েছেন, শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা উদযাপন পরিষদ আয়োজিত এক বর্ধিত সভায় নিরাপত্তা প্রস্তুতির বিষয়টি তুলে ধরেন তিনি।

দাহ্য পদার্থ, কোনো ধরণের ধারালো অস্ত্র ও ব্যাকপ্যাক নিয়ে মণ্ডপে প্রবেশ করা যাবে না বলে উল্লেখ করে মন্দির কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে ডিএমপি কমিশনার বলেন, পূজা মণ্ডপের চারপাশে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি পূজা মণ্ডপে বাঁশের ফেন্সি দিয়ে প্রবেশ ও বের হওয়ার পথ তৈরি করতে হবে।

বড় মন্দিরগুলোতে সিসি ক্যামেরা বসানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, মণ্ডপের আশেপাশে কাউকে সন্দেহভাজন মনে হলে সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করবেন।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ