বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের নতুন কোচ গিবসন
ই-বার্তা
প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার
| বিকাল ০৫:০৮
ক্রিকেট
ই-বার্তা ।। ওটিস গিবসন দক্ষিণ আফ্রিকার নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন। তিনি বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রোটিয়া ক্রিকেটারদের কোচিং ও প্রশিক্ষণ করাবেন। দেশটির হয়ে এটিই তার প্রথম মিশন।
রাসেল ডোমিঙ্গোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন কোচের সন্ধানে নামে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। অবশেষে তার স্থলাভিষিক্ত হলেন গিবসন। তবে কোচিং প্যানেলের বাকি কর্মকর্তাদের বহাল রেখেছে সিএসএ।
দক্ষিণ আফ্রিকা বোর্ড প্রেসিডেন্ট ক্রিস নেনজানি বলেন, গিবসনের সঙ্গে পরামর্শ করেই বাকি কর্মকর্তাদের বহাল রাখা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
সবকিছু ঠিক থাকলে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ১৬ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে ২ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এখনো দল ঘোষণা করেনি ক্রিকেট সাউথ আফ্রিকা। ২২ সেপ্টেম্বর তাদের দল ঘোষণা করার কথা।
পরবর্তী খবর গেইল-লুইসে পুডলো ইংল্যান্ড